কবি সমরজিৎ সিংহের জন্মদিন আজ ৷ বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় সিদ্ধহস্ত এই কবির জন্ম ভারতের ত্রিপুরা রাজ্যে ৷ অজস্র কবিতার পাশাপাশি লিখেছেন প্রচুর গদ্য — গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনা সাহিত্য ৷ সম্পাদক হিসাবেও সমরজিৎ সিংহ খ্যাতনামা ৷ সত্তরের দশকে ত্রিপুরা থেকে কলকাতায় গিয়ে প্রায় মুমূর্ষু 'কৃত্তিবাস' পত্রিকার প্রকাশনার সাথে যুক্ত হন তিনি ৷ এই সময়ে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়ের সাহচর্যে আসেন ৷ কৃত্তিবাস পত্রিকায় ছায়াতে বাংলা ভাষার অনেক বিখ্যাত কবি সাহিত্যিক বেড়ে উঠেছেন ৷ এছাড়া ত্রিপুরা রাজ্য সরকারের পত্রিকা 'ত্রিপুরা চে' , যেটি প্রকাশিত হত বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায়, তার সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ৷ বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার লেখক সম্প্রদায় সৃষ্টিতে 'ত্রিপুরা চে'র ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ 'এবাকা' নামে আরেকটি পত্রিকাও সম্পাদনা করেছেন মাতৃভাষায় ৷ বিষ্ণুপ্রিয়া মণিপুরি কবিতার সমকালীনতায় সমরজিৎ সিংহ একজন পথিকৃৎ ৷ মাতৃভাষায় কবিতা লিখেছেন অনেক কম, কিন্তু মননশীলতার সমরজিৎ সিংহের ধারেকাছে কেউ নেই ৷
মুক্তপ্রাণ, প্রাণোচ্ছল আর তারুণ্যে ভরপুর মানুষটিকে জন্মদিনের অজস্র শুভেচ্ছা ৷
সমরজিৎ সিংহ
খন্ডগ্রাস
পরপারের আলো এসে পড়েছিল তার চিঠির অক্ষরে ।
ঐ আলো, যাকে ধ্বনিসম্ভব বলে জানি,বৌদ্ধগুহা হয়ে ঘুরপথে
এসে পড়েছে মৃত্যুর হাত ধরে ।চিঠির প্রতিটি অক্ষর
ক্রমে হয়ে উঠেছিলো ,হয়তো, রাঢ়সংস্কৃতমিশ্রিত ।
যে শব্দটি এর ভেতর ,একা,ব্যক্তি স্বাধীনতার কথা বলতে তৎপর,
কাতর ও উন্মুখ ,তা আসলে এক ম্লেচ্ছপ্রতিম ধ্বংসবীজ ।
সমরজিৎ সিংহ
সেয়াগ
টেইপাঙহান বুলিয়া চেইঙ মি
ঔহানল গরেৎত নিকুলেসু
গরেৎত নিকুলেসু বুলিয়া
হারৌহারে আট্টিঙ্গাহান ঙালসে
রইদহান ফিরালহার সাদে পাতালা অয়া পরেসে
পাহিয়া পলেই, জুনাক জিনজুনি হাবি
বুলে বুলে চাউরি টেইপাঙএহান
এতাহাবি হারৌর বিতরে তোর মেইথঙহান
ইমাম মামসে
বৌবরনর সাদে, আদারহানর সাদে
গরেৎত নিকুলিয়া মি কিসাদে গরআগৎ হমাসুহান
হারনাপাসু, সে সেয়াগ, ঈশ্বর
এপেইয়ৌ, তোর দুঃখ য়ারি হারৌতে কুরাং?