ইলিনা সিনহা বেশ ভাল কবিতা লিখছেন, খুব চমৎকার আবৃত্তি করেন ৷ তার আরেকটি পরিচয় হলো তিনি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার বিখ্যাত গল্পকার অধ্যাপক স্মৃতিকুমার সিংহের সুযোগ্যা কন্যা ৷
এই কবিতাটি প্রথমে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, এবং পরে ইংরেজী ভাষায় অনুবাদ করে আবৃত্তি করেছেন ৷
আমি বাংলায় অনুবাদ করার চেষ্টা করলাম ৷
ক্রীতদাসী সময় ⚀ ইলিনা সিনহা
ক্রীতদাসী..
দেয়াল ঘড়ির গোলাকার ফ্রেমে
সেকেন্ড ও মিনিটের কাঁটার আঘাত সয়ে সয়ে
সময় ঘুরে চলেন সাঁই সাঁই
যান্ত্রিক জগতে
টিক্-টিক্ টিক্-টিক্
ধুক্ পুক্ হৃদস্পন্দন
এক
দুই
তিন.. চার
একে একে বারোটি পেরেক বিদ্ধ হয়
তাঁর নগ্ন পিঠে
হায়!
তিনি ঘুরতে থাকেন অহোরাত্র
কাঁচের খাঁচায় আবদ্ধ সভ্যতার চারধারে
একটি নতুন ভোরের প্রত্যাশায়
একটি স্নিগ্ধ শান্ত ভোর—
সবুজ শস্যক্ষেত্র
নীল আকাশ
No comments:
Post a Comment