বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যের কীর্তিমান পুরুষ দিল্স লক্ষ্মীন্দ্র সিংহের জন্মদিন আজ ৷ কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য, গবেষনা - বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যের প্রতিটি শাখায় তার বিচরন ৷ আশির দশকে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের কাব্যসাহিত্য ও সামাজিক আন্দোলনকে বেগবান করতে প্রতিষ্ঠিত 'দিল্স' ( দুখিনী ইমার লেইরাপা শৌ) নামের সংগঠনটির অন্যতম রূপকার তিনি ৷ প্রথম কাব্যগ্রন্হের নাম 'থরো' ৷ 'না কাদি তি লোগতাক', 'মণি বিসারেয়া বারো কতহান কবিতা', 'খঙচেল', 'হুনমানুর হপন', 'ইমালাম' ইত্যাদি কাব্যগ্রন্থ দিয়ে কাব্যপ্রেমিদের মন মন জয় করেছেন। কবিতার ফর্ম ও ছন্দ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন 'মালতি- রাহাল', 'দিক মিলনর এলা' ইত্যাদি কাব্যে। ১ম গল্প সংকলন 'হুরু য়ারি' ৷ নাটকের মধ্যে 'কল্লিং', 'নিদান', 'এরে হে টেইপাং' উল্লেখযোগ্য ৷ 'কল্লিং' নিয়ে পরবর্তীতে সিনেমা তৈরি হয়েছে ৷পত্রপত্রিকায় বিস্তর প্রবন্ধ লিখেছেন ৷এছাড়া ভোলানাথ সিংহ ছদ্মনামে তিনি কাব্য সমালোচনাও লিখেন ৷ সমান দক্ষতা ইংরেজী ও অসমীয়া ভাষায়। অনুবাদ করেছেন সফোক্লিসের 'আন্তিগোনে' , এলিয়টের 'ওয়েস্টল্যান্ড' । লোকসাহিত্যের গল্প সংকলন 'Treasury of Bishnupriya Manipuri Folk Tales' তার অন্যতম কীর্তি ৷ সাহিত্যর পাশাপাশি গানেরও চর্চা করেন। গান লিখেন, গানে কন্ঠ দেন ৷ প্রকাশিত অডিও এলবাম 'বরন ডাহানির এলা', 'বর দেই বর দেই', 'আশার নৌগ', ও 'সেনারেই', 'কাঙর পালির এলা'।
বহুমাত্রিক এই লেখক আজ একষট্টি বছরে পা রাখলেন ৷ বয়সের ভারে নুয়ে না পড়লেও শরীরের অবস্থা তেমন ভাল নেই ৷ তিনি সুস্থ থাকবেন, শতবর্ষী হবেন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যকে আরো সমৃদ্ধ করবেন এই কামনা করি ৷
দিল্স লক্ষ্মীন্দ্র সিংহের ২টি কবিতা । ১মটি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায়, ২য়টি অনুবাদ ।
মাগেসিলু সরা আহান
□
মাগেসিলু সরা আহান বারো
ঔহানর পানি
লক লকার কালোগর সাদে, বারো
আরাক জনম আহান-
কুমারী নিঙল আগোর সাদে
প্রবঞ্চনা নেই।
পস্তেয়া পস্তেয়া যারগা লাংলা-বুজা মিকুপ
সংখ্যালঘু মানুর সাদে গুজয়া গুজয়া
বারো, কাদের মোর বিতরকার ঠইগোয়-
জিরন নেই
আহির পানি
মৌজেলেইর মুতো যারগা হেদিগীর সাদে
সাপুড়িয়ায় জারিয়া বেলার হু ঔতার সাদে
কোন এক অর্থহীন জীবনের প্রতি
(শুভাশিস সিনহার অনুবাদ)
□
বলেছিলে আমাকে কানে কানে
মনে মনে
গহীনে
এক জীবনের অর্থহীন ক্রোধ আর অহমিকাকে
নারকেলের খোসার মতো খুলে ফেলে দাও
ছুঁড়ে ফেলে দাও ব্যর্থ জন্মভার
দুরে
ছিঁড়ে ছিঁড়ে দেখছি এই আশ্চর্য জীবন
একটি নিগুঢ়, নরোম কবিতার গোপন আকাঙ্খায়
হাতের তালুতে কার রক্ত
হৃদয়ের,
নাকি ভগবানের?
No comments:
Post a Comment