মণিপুরিদের পিতৃপক্ষের প্রসাদ ৷ পিতৃলোক হলো স্বর্গ এবং মর্ত্যের মাঝামাঝি একটা স্থান৷ মর্ত্য থেকে সরাসরি কেউ স্বর্গে যেতে পারেন না, পিতৃলোক হয়ে যেতে হয়৷ পিতৃলোকে আবার সিএনজি অটোর মতো তিন সিটের বেশি জায়গা খালি নাই৷ ওখানে অপেক্ষমান তিন জন বা পূর্বতন তিন পুরুষকে মণিপুরিরা বলেন, 'ইমুংপোকপা'৷ এই বিশ্বাসগুলো তাদের 'আপোকপা' ধর্মের অংশ যা এখন বৈষ্ণব ধর্মের সাথে প্রায় ব্লেন্ড হয়ে গেছে৷
তো এই তিন জন ইমুংপোকপা পিতৃপক্ষের এই দিনগুলোতে উত্তরপুরুষদের আতিথ্য গ্রহন করতে মর্ত্যে নেমে আসেন ৷ ফলে পিতৃপক্ষের এই ১৫টি দিন মণিপুরি মন্ডপগুলোতে পালি দেয়া হয়৷ পালি মানে শাস্ত্রপাঠ, কীর্তন ও ভোজের আসর৷ এবারের পিতৃপক্ষ ১৩-২৮ সেপ্টেম্বর পর্যন্ত৷
No comments:
Post a Comment