Sunday, July 05, 2020

বাঙালি তরুণ কবির বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় কাব্যচর্চ্চা

কবি দেবাশিস চৌধুরী বাংলা ভাষার তরুণ কবি৷ থাকেন ভারতের ত্রিপূরা রাজ্যের ধর্মনগরে৷ মাতৃভাষা বাংলা হলেও তিনি কাব্যচর্চা করেন ত্রিপূরার আরেকটি প্রান্তিক ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ঠারে৷ সেখানকার বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীর সাথে তাঁর আত্মার সম্পর্ক৷ কবি বলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি তার দ্বিতীয় মাতৃভাষা ৷ প্রায় ত্রিশ চল্লিশটি কবিতা লিখেছেন এই ভাষায়৷ ভাষার দখলও অসাধারণ৷ হয়তো নিয়মিত এই ভাষার সাহিত্য পাঠ করেন৷
বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় কবি দেবাশিস চৌধুরির লেখা দুইটি কবিতা তুলে ধরলাম৷
পাহুরলু⚀
মানু মরিয়া হদেইলে
পাহিয়া জিংতা অইতারা।
রাতিহান অনির আগে
চান্দগো নিকুলিয়া
মোর মুরগত পরের!
নিংশিং অনির আগেই
সভ্যতার হাবি ইতিহাস
মি পাহুরানি অকরলু!
হে ইমা মোর খৈতুগত
অমৃত না ঢালে দিস্।
ইমার পূজা⚀
কোকিলাগো রহিরি
কুহু কুহু করিরি
হেইকিরির নুংসি গতে
বসন্ত হান দেহুরি।
মেঘালা ভাবহান
হুনো মোর কথাহান
ইমার পূজা চলেছে
কাতকরৌরি হমাহান।
আহো আজি বেইবুনি
ইমার পূজা করানি
হারৌ অইয়া থানির কা
ইমার চরণে মাতানি।
বর দে দূর্গা ইমা
কতিঔ তোর মহিমা।
আমি তোর সৌ সুমারা
লদে আমার হমা।
নুয়ারা পানি দুরেই কর
ইমা খানি দয়া কর
তোর চরণে বর মাগৌরি
হাবিরে দয়া কর।
ইমা তি স্বর্গে থাইয়া
না থাইস আমারে পাহুরিয়া
মর্ত্তে তোর জিয়াজিপুত
থাইতাঙাই তোরে নিঙকরিয়া।
আমার নিজের মাতৃভাষা বিষ্ণু্প্রিয়া মণিপুরি হলেও আমি বাংলায় লেখালেখি করি৷ আরো অনেকেই করেন যাদের মাতৃভাষা বাংলা নয়৷ কিন্তু কোনোদিন দেখলাম না বাংলাদেশের কোনো বাঙালি কবিকে চাকমা, মারমা, ত্রিপূরা, মান্দি, মণিপুরি, সাঁওতালি কোনো ভাষায় কোনোদিন কিছু লিখতে৷ আমি খুব আশাবাদী কবি দেবাশিস চৌধুরীর মতো এমন কেউ হয়তো এই ভূখন্ড থেকেও উঠে আসবেন৷
সকল মাতৃভাষা বেঁচে থাকুক৷

No comments: