Sunday, October 12, 2014

ধনঞ্জয় রাজকুমার তার 'লিকসই' কাব্যগ্রন্থ উৎসর্গ করেছেন কুঙ্গ থাঙকে

 বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার স্বনামখ্যাত কবি ধনঞ্জয় রাজকুমার তার একটি কাব্যগ্রন্থ আমাকে উৎসর্গ করেছেন । কাব্যগ্রন্থের নাম 'লিকসই' । প্রকাশক পৌরি । প্রকাশকাল ১ অক্টোবর ২০১৪ । উৎসর্গপত্রে কবি ধনঞ্জয় রাজকুমার আমার নাম উল্লেখ করে লিখেছেন, কনাক গবেষকরে বানা'ল, মানে তরুন গবেষককে ভালবাসাসহ । আমি খুবই গৌন একজন লেখক । বড় কোন গবেষনাকর্মও আমার নাই । লেখা বলতে মাতৃভাষায় পত্রপত্রিকায় প্রকাশিত কিছু প্রবন্ধ, বাংলা ইংরেজী ও মাতৃভাষায় লেখা কিছু ব্লগ আর উইকিপিডিয়ার কয়েকটি নিবন্ধ । বাংলাদেশের বিষ্ণুপ্রিয়া মণিপুরি লেখকদের তালিকায় কখনও আমার জায়গা হয়না । এতবড় একজন কবির কাছ থেকে শুনে নিজেকে এখন গবেষক গবেষক লাগছে ।