Sunday, September 22, 2019

পিতৃপক্ষ



মণিপুরিদের পিতৃপক্ষের প্রসাদ ৷ পিতৃলোক হলো স্বর্গ এবং মর্ত্যের মাঝামাঝি একটা স্থান৷ মর্ত্য থেকে সরাসরি কেউ স্বর্গে যেতে পারেন না, পিতৃলোক হয়ে যেতে হয়৷ পিতৃলোকে আবার সিএনজি অটোর মতো তিন সিটের বেশি জায়গা খালি নাই৷ ওখানে অপেক্ষমান তিন জন বা পূর্বতন তিন পুরুষকে মণিপুরিরা বলেন, 'ইমুংপোকপা'৷ এই বিশ্বাসগুলো তাদের 'আপোকপা' ধর্মের অংশ যা এখন বৈষ্ণব ধর্মের সাথে প্রায় ব্লেন্ড হয়ে গেছে৷
তো এই তিন জন ইমুংপোকপা পিতৃপক্ষের এই দিনগুলোতে উত্তরপুরুষদের আতিথ্য গ্রহন করতে মর্ত্যে নেমে আসেন ৷ ফলে পিতৃপক্ষের এই ১৫টি দিন মণিপুরি মন্ডপগুলোতে পালি দেয়া হয়৷ পালি মানে শাস্ত্রপাঠ, কীর্তন ও ভোজের আসর৷ এবারের পিতৃপক্ষ ১৩-২৮ সেপ্টেম্বর পর্যন্ত৷

Tuesday, September 10, 2019

হিয়াং তানাবা


মণিপুরের ঐতিহ্যবাহী 'হিয়াং তানাবা' বা নৌকা বাইচ উৎসব৷ 'হি' মানে নৌকা, 'য়াং' অর্থ গতি৷ প্রতি বছর বর্ণাঢ্য 'লাই হারাউবা' উৎসবের শেষদিনে অনুষ্ঠিত হয় হিয়াং তানাবা৷ মণিপুরি বর্ষপঞ্জির চলতি মাসের নামও 'হিয়াংগৈ', কাজেই উৎসবটির গুরুত্ব বুঝাই যাচ্ছে৷ মিথলজি অনুসারে মণিপুরি পুরাণের দেব দেবীরা নিজেদের মধ্যে এই খেলা খেলতেন৷
হিয়াং তানাবা রেসের নিয়মকানুন ও নৌকাগুলো নিজস্ব ধাঁচের৷ প্রাচীন মণিপুর ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, তার একটি হচ্ছে লুয়াং৷ এই লুয়াং রাজ্যের রাজা নিংথৌ পুনশিবা প্রথম নৌকার ডিজাইনটি করেন৷