মণিপুরের ঐতিহ্যবাহী 'হিয়াং তানাবা' বা নৌকা বাইচ উৎসব৷ 'হি' মানে নৌকা, 'য়াং' অর্থ গতি৷ প্রতি বছর বর্ণাঢ্য 'লাই হারাউবা' উৎসবের শেষদিনে অনুষ্ঠিত হয় হিয়াং তানাবা৷ মণিপুরি বর্ষপঞ্জির চলতি মাসের নামও 'হিয়াংগৈ', কাজেই উৎসবটির গুরুত্ব বুঝাই যাচ্ছে৷ মিথলজি অনুসারে মণিপুরি পুরাণের দেব দেবীরা নিজেদের মধ্যে এই খেলা খেলতেন৷
হিয়াং তানাবা রেসের নিয়মকানুন ও নৌকাগুলো নিজস্ব ধাঁচের৷ প্রাচীন মণিপুর ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, তার একটি হচ্ছে লুয়াং৷ এই লুয়াং রাজ্যের রাজা নিংথৌ পুনশিবা প্রথম নৌকার ডিজাইনটি করেন৷
No comments:
Post a Comment